যুক্তরাষ্ট্রের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার ভোটাররা কী ভাবছেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার ভোটাররা কী ভাবছেন

৬৪ বছর বয়সী প্যাট্রিসিয়া প্যাট পস একসময় কাজ করতেন আবাসন খাতে। এখন তিনি অবসরে রয়েছেন। জর্জিয়ার রেবান কাউন্টির নিজ বাড়ির বাগানে বসে এএফপির সঙ্গে কথা বলেন তিনি। পস বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে তিনি একটি জিনিসই চান, সেটি হচ্ছে স্বাধীনতা।

পস বড় হয়েছেন অ্যাপালাচান পর্বতমালা এলাকার একটি গ্রামে। এর অবস্থান জর্জিয়ার উত্তর–পূর্ব অঞ্চলে। তিনি বলেন, ‘স্বাধীনতা মানে এটা নয় যে আমি মৃত্যুর আগ পর্যন্তই কেবল কর দিয়ে যাব, আর বেঁচে থাকা ও পরিবারের জন্য অর্থ খরচ করে যাব।’  

র‍েবান এলাকার আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে এএফপি। এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেই তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ ছাড়া গুরুত্বের তালিকায় রয়েছে গর্ভপাত, অভিবাসন ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার মতো বিষয়গুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেসব অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি দোদুল্যমান, সেগুলোর একটি জর্জিয়া। এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলেরই জেতার সম্ভাবনা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে পস বলেন, ‘আমি মনে করি, তিনি ভালো অনেক কিছু করেছেন।’

রেবান এলাকাটির অবস্থান ‘বাইবেল বেল্টের’ একেবারে কেন্দ্রে। এখানে রক্ষণশীল খ্রিষ্টান মানুষের সংখ্যা বেশি। পস বলেন, ‘খ্রিষ্টান ও রক্ষণশীল হওয়ার কারণে আমরা বেশির ভাগ সময় রিপাবলিকানদের ভোট দিই। তাই এবার আমরা ট্রাম্পকে ভোট দেব।’

Scroll to Top