ওয়াশিংটন, ১২ জুন – জিতলেই সুপার এইট নিশ্চিত। বিষয়টা ভারতের জন্য যেমন, যুক্তরাষ্ট্রের জন্যও তেমন। কারণ, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে দুই দলই। ‘এ’ গ্রুপে দুই দলই অর্জন করেছে সমান ৪টি করে পয়েন্ট।
সুপার এইটে ওঠার লক্ষ্য নিয়ে আজ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন স্বাগতিক যুক্তরাষ্ট্রকে।
দুই দলই আজ মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
যুক্তরাষ্ট্র একাদশ
স্টিভ টেলর, শায়ান জাহাঙ্গীর, আন্ড্রিস গউস, নিতিশ কুমার, অ্যারোন জোন্স (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, হার্মিত সিং, শ্যাডলি ফন শ্যালকউইক, জসদিপ সিং, সৌরভ নেত্রভাকার, আলি খান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদিপ সিং।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১২ জুন ২০২৪