যাত্রা শুরু করলো সং জোন

যাত্রা শুরু করলো সং জোন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সং জোন। মহান বিজয় দিবসে একটি ম্যাশআপ কন্টেন্টের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবার প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো এই মিউজিক প্লাটফর্ম। শুধু তাই নয়, গানের নতুন নতুন সেশান ও কনসার্ট নিয়েও হাজির হবে তারা।

যাত্রা শুরুর প্রাক্কালে কিংবদন্তি শিল্পীদের ট্রিবিউট করে দশটি গান মুক্তি দেয় সং জোন। সর্বশেষ বিজয় দিবসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল তাদের।

উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন, সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ।

দেশাত্মবোধক গানটির সাথে তরুণ প্রজন্মকে এক করতে সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।

ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি – এই মূলমন্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে সং জোন মনে করে, এ প্ল্যাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র‍্যাপ, কান্ট্রি- সব ধরণের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে শুদ্ধতম ঐক্য।

সং জোন এর ক্রিয়েটিভ প্রডিউসার অনুপ আইচ বলেন, “৭১-এ বিজয় ছিনিয়ে আনার জন্য গান ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। যার ফলে দেশ পেয়েছিল বিজয়। গানের সেই শক্তিকেই অনুপ্রেরণা করে আমরা নতুন ও বৈচিত্রময় সৃষ্টি নিয়ে হাজির হতে চাই শ্রোতাদের সামনে। সামনের ফেব্রুয়ারিতেই আমাদের প্রথম সেশান নিয়ে হাজির হচ্ছি। ”

সংগীতের এ নতুন প্লাটফর্মটি সৃষ্টির উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ এবং ক্রিয়েটিভ প্রডিওসার অনুপ আইচ। একইসাথে মিউজিক প্রোডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও কোঅর্ডিনেটর হিসেবে আছেন মুয়ীয মাহফুজ ।

সারাবাংলা/এজেডএস

Scroll to Top