যশোরে অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার 

যশোরে অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার 
যশোর জেলার কেশবপুর এলাকার সাতাইশকাটি ব্রাহ্মণডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় জড়িত অপহরণকারী ও ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব।
 
গতকাল মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আদর্শবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় হয় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় রাকিবুল হাসান ওরফে রাজু (২৫)।
 
বুধবার (২৭ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩  এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি শামীম হোসেন।  
 
তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে সাতাইশকাটি ব্রাহ্মণডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ভুক্তভোগী ছাত্রী সাইকলে চালিয়ে কোচিংয়ে যাচ্ছিলেন। সাতাইশকাটি মোড় এলাকায় আসার পর রাকিবুল ও তার সহযোগী মিলন হোসেন ও তানভীর টিপুসহ কয়েকজন মিলে একটি সাদা প্রাইভেটকারে করে ছাত্রীর গতিরোধ করে তুলে নেয়। পরবর্তীতে কোচিং শেষে ওই শিক্ষার্থীর বাড়ি ফেরার সময় পার হয়ে যাওয়া তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। 
 
কোচিংয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন ওই ছাত্রী কোচিংয়ে যান নি। পরিবারের সদস্যরা ছাত্রীকে খোজাখুজির জন্য বের হলে সাতাইশকাটি মোড় এলাকায় তার ব্যবহৃত সাইকেলটি পড়ে থাকতে দেখে। একজন পথচারী পরিবারকে অপহরণের বিষয়টি জানায়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ রাকিবুলসহ জড়িতদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন।
 
এর প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করার জন্য র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার ও অপহরণের মূলহোতা রাকিবুলকে গ্রেফতার করা হয়।
 
এএসপি আরিফ আরও জানান, ভুক্তভোগী ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Scroll to Top