যতবার থিয়েটার দেখি, অভিনেতা হিসেবে নিজেকে তুচ্ছ মনে হয়, ফেসবুকে ভাবনা

যতবার থিয়েটার দেখি, অভিনেতা হিসেবে নিজেকে তুচ্ছ মনে হয়, ফেসবুকে ভাবনা

২১ জানুয়ারি রাত ১টা ১৬ মিনিটে একটি মঞ্চনাটকের কয়েকটি স্থিরচিত্রসহ ২২২ শব্দের একটি স্ট্যাটাস লিখেছেন অভিনেত্রী ভাবনা। সেখানে তিনি সদ্য দেখা মঞ্চনাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’ দেখার অভিজ্ঞতা বিনিময় করেছেন। জানিয়েছেন নিজের অনুভূতি। ভাবনার সেই লেখাটি হুবহু তুলে ধরা হলো। সঙ্গে ‘হিমুর কল্পিত ডায়েরি’ নাটকের কিছু দৃশ্য এবং ভাবনার সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করা হলো।
‘“হিমুর কল্পিত ডায়েরি” দেখলাম, নাটকটি মঞ্চে একাই অভিনয় করলেন অভিনেতা সাদ্দাম রহমান। একজন অভিনেতা কতটা দক্ষ হলে এতক্ষণ ধরে দর্শক সারির সবাইকে হাঁ করে বসিয়ে রাখতে পারে, কতটা পরিশ্রম থাকলে দর্শক তার সাথে কাঁদতে পারে, তার ব্যথা অনুভব করতে পারে। আমি যতবার থিয়েটার দেখি, অভিনেতা হিসেবে নিজেকে তুচ্ছ মনে হয়, মঞ্চে যখন একজন অভিনেতাকে দেখি, আর সে যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, ইস আমার গা শিরশির করে, একটা নাটকের মাধ্যমে পরিচালক মুক্ত নীল যে প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের সকলের কাছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি নাটক দেখতে দেখতে কখনো কাঁদছি, কখনো ক্ষোভে পা শক্ত করে ফেলছি, এই নাটকটি মানুষ হিসেবে, নারী হিসেবে আমাকে যে নাড়া দিয়েছে, তা নিয়ে থমকে ছিলাম কিছুক্ষণ।

Scroll to Top