ম্যাঙ্গো কাস্টার্ড ডেসার্ট রেসিপি – DesheBideshe

ম্যাঙ্গো কাস্টার্ড ডেসার্ট রেসিপি – DesheBideshe


ম্যাঙ্গো কাস্টার্ড ডেসার্ট রেসিপি – DesheBideshe

গ্রীষ্মের তাপদাহে শরীর-মনের সব শক্তি যেন শুষ্ক বাতাসে মিশে যায়। ঠিক এমন কোন মুহূর্তে বাড়িতে ফিরে যদি ফ্রিজে স্বাস্থ্যকর একটি ঠান্ডা ডেসার্ট পেয়ে যান, তাহলে কেমন হয়? এমনই একটি ডেসার্ট হলো ম্যাংগো কাস্টার্ড ডেসার্ট যা বানিয়ে ফ্রিজে রাখলে পরদিন যেকোন সময় উপভোগ করতে পারবেন এক টুকরো ঠাণ্ডা আনন্দ।

এই ডেসার্টটি কাস্টার্ডের হালকা ঘনত্ব আর পাকা আমের মিষ্টি সুবাসের এক দারুণ মিশ্রণ। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই ম্যাংগো কাস্টার্ড ডেসার্ট-

উপকরণ :
২ কাপ তরল দুধ

২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার

৩-৪ টেবিল চামচ চিনি (স্বাদ অনুযায়ী বাড়ানো-কমানো যাবে)

১টি পাকা আম (কিউব করে কাটা)

সামান্য বাদাম ও কিশমিশ (ঐচ্ছিক, তবে সৌন্দর্য বাড়ায়)

জলদি বানিয়ে নিন ম্যাংগো কাস্টার্ড ডেসার্ট

তৈরি করার সহজ পদ্ধতি:
প্রথমেই ১/৪ কাপ ঠাণ্ডা দুধে কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে রাখুন। এবার বাকি দুধ চুলায় বসিয়ে দিন। ফুটে উঠলে চিনি মেশান। এরপর ধীরে ধীরে কাস্টার্ড মিশ্রণটি ঢালুন এবং ক্রমাগত নেড়েই যান, যেন দলা না পড়ে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর ফ্রিজে কয়েক মিনিট রেখে দিন।

কাস্টার্ড ঠান্ডা হলে তাতে মিশিয়ে দিন কিউব করে কাটা আম। চাইলে বাদাম ও কিশমিশ দিয়ে আরও আকর্ষণীয় করতে পারেন। পরিবেশনের সময় চাইলে বরফকুচিও ব্যবহার করা যায়।

গরমের দুপুরে যখন চারপাশে শুধুই ক্লান্তি, তখন এক বাটি ঠান্ডা কাস্টার্ড যেন প্রশান্তির উৎস। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন এই মুখরোচক স্বাদের ডেসার্টটি।

আইএ



Scroll to Top