নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সাম্প্রতিক পোস্টে বাংলাদেশের রাজনীতির নানা দিক নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তার মতে, দেশের নাগরিক সমাজ বিএনপিকে ঠেকানোর নামে শেখ হাসিনাকে এমনভাবে ক্ষমতায় এনেছে যে, তা তার “মনস্টার” বা দৈত্যে পরিণত হওয়ার পথ খুলে দিয়েছে। ফারুকী উল্লেখ করেছেন, বাংলাদেশের অতীত ইতিহাসে মানুষ জানে কখন কাকে ঠেকাতে হয়। ১৯৯৬ সালে বিএনপি, ২০০১ সালে আওয়ামী লীগ এবং ২০০৮ সালে পুনরায় বিএনপিকে ঠেকানো এর উদাহরণ বলে তিনি মনে করেন।
ফারুকী আরও বলেন, যে গণতন্ত্রে মানুষ ভুল লোককে নির্বাচিত করলেও, তা সমালোচনা ও প্রতিবাদ করার অধিকার সবার আছে। জনগণকে তাদের সিদ্ধান্তে ভুল করা থেকে বিরত রাখার পরিবর্তে তাদের ভুলের সমালোচনা করে পরবর্তী ভোটে সেই ব্যক্তিকে ঠেকানোর সুযোগ দিতে হবে। তবে তিনি সতর্ক করেছেন, যদি কেউ মনে করে তার অনুসারীরাই সবার থেকে দেশের মঙ্গল বেশি বোঝে, তাহলে সে আরেকটি “হাসিনা” হয়ে উঠছে।
এই পোস্টের মাধ্যমে ফারুকী ভবিষ্যৎ রাজনীতির জন্য নাগরিকদের দায়িত্ব নিয়ে কথা বলেছেন এবং তাদের গণতান্ত্রিক অধিকার ও দায়িত্বের বিষয়ে সচেতন করেছেন।





