মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা মোবাইল ফোন দেখা ছাড়া খেতে চায় না। শুধু বাচ্চরাই না সব বয়সের মানুষই এখন সারাক্ষণ মোবাইলে ডুবে থাকছে।

আজ রোববার দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিক এবারের ফ্যস্টিভ্যালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি নেত্রীর রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইছি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ক্র্যাব সদস্যরা শুধুমাত্র রিপোর্টিংয়ে ব্যস্ত থাকে না খেলাধুলায়ও সমানভাবে পারদর্শী। ক্র্যাব সেই ঐতিহ্য ধরে রাখায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান তিনি।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল। এবার আরও বর্ণাঢ্য আয়োজনে উৎসবের অ্যামেজ নিয়ে এসেছে।

সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, ১০দিনব্যাপী এ আয়োজন ক্র্যাব সদস্যদের সম্প্রীতির বন্ধনকে আরো শক্তিশালী করেছে। এ ধারা অব্যহত রাখতে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।

প্রসঙ্গত, প্রতিবছর ক্র্যাব কার্যনির্বাহী কমিটি সদস্যদের জন্য বিভিন্ন ইভেন্টের পাশাপাশি স্পোর্টসের আয়োজন করে আসছে। এবারের ফ্যাস্টিভ্যাল দাবা খেলার মাধ্যমে শুরু হয়। এর পরে রয়েছে ক্যারম, তাসসহ বিভিন্ন ইনডোর গেম। এগুলো শেষ হলে শুরু হবে সবচেয়ে আকর্ষণীয় খেলা ক্রিকেট ও ফুটবল।

Scroll to Top