মোদি-ট্রাম্প ফোনালাপ, কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

মোদি-ট্রাম্প ফোনালাপ, কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও বিশ্বস্ত অংশীদারত্বের বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।’

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭-২১ সালে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। এই ফোনালাপের মধ্য দিয়ে আবার দুজনের মধ্যে সরাসরি যোগাযোগ শুরু হলো।

এর আগে গত সপ্তাহে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মোদি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশের স্বার্থে মার্কিন নেতার সঙ্গে কাজ করে যাবেন তিনি। ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মোদি বলেছিলেন, ‘আমাদের দুই দেশের স্বার্থে এবং বিশ্বের জন্য নতুন ভবিষ্যৎ গড়তে আমি আবারও একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

Scroll to Top