এবারের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বাংলাদেশ থেকে ২৫টি, কলকাতা থেকে ৫টি এবং যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ১০টিসহ ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক লেখক ও কথাসাহিত্যিক এবারের মেলায় অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
মেলার বিস্তারিত তুলে ধরে মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার বলেন, এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে থাকছে বিশেষ আলোচনা।
রোকেয়া হায়দার বলেন, অভিবাসীদের জীবনচরিত নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং অর্ধশতাধিক লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে মেলায়। বইমেলার চার দিনই থাকবে বিভিন্ন পর্বে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মগুলোকে নিয়ে বিশেষ অনুষ্ঠান। এবারের নিউইয়র্ক বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টির বিশ্বায়নে বঙ্গবন্ধু প্রদর্শিত দিকনির্দেশনা অনুসরণে।