মেসির ফেরা নিয়ে সুসংবাদ দিল মায়ামি

মেসির ফেরা নিয়ে সুসংবাদ দিল মায়ামি

দুই সপ্তাহ আগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন তিনি। সুস্থ হয়ে ঠিক কবে মাঠে ফিরতে পারবেন লিওনেল মেসি, সে নিয়েই ছিল বড় শঙ্কা। অবশেষে মেসির ফেরা নিয়ে ভক্তদের সুসংবাদ দিল ইন্টার মায়ামি। জানা গেছে, এই সপ্তাহেই একাদশে ফিরবেন মেসি।

২ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে ১১ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছেড়ে যান মেসি। ডান পায়ের পেশির ওই চোটে দলের পরের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।

মেসি কবে ফিরবেন, সে নিয়েও নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না মায়ামি। অবশেষে সব শঙ্কা দূর করে দুদিন আগেই অনুশীলনে ফিরেছেন মেসি।

মেসি মাঠে ফিরবেন এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে। আগামীকাল ভোরে তাদের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

সংবাদ সম্মেলনে মায়ামি কোচ মাসচেরানো বলেন, এই ম্যাচের দলে থাকবেন মেসি, ‘লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে আছে সে। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের ম্যাচের জন্য তাকে ডাকা হবে।’

চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। এবার মেজর সকার লিগে ১৭ ম্যাচে ১৮ গোল করে এখনও যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন তিনি।

২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

Scroll to Top