মেইঞ্জের জালে বায়ার্নের ৮ গোল

মেইঞ্জের জালে বায়ার্নের ৮ গোল

স্পোর্টস ডেস্ক

জার্মান বুন্দেস লিগার শিরোপা অনেকটাই হাতছাড়া হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। এক ম্যাচ বেশি খেলেও লেভারকুজেনের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে টানা ১১ মৌসুম লিগ শিরোপাজয়ী বাভারিয়ানরা। নিজেদের বাজে সময় পেছনে ভুলে নতুন করে আবারও শুরু করছে বাভারিয়ানরা। এবার ঘরের মাঠে হিংস্র বায়ার্নের সামনে অসহায় আত্মসমর্পণ করল মেইঞ্জ। হ্যারি কেইনের হ্যাটট্রিকের সঙ্গে গোরেতজেকার জোড়া আর মুলার, মুসিয়ালা এবং গ্ন্যাব্রির গোলে মেইঞ্জকে ৮-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বায়ার্ন।

বুন্দেস লিগায় ২৫ ম্যাচে এটি বায়ার্নের ১৮তম জয়। সেই সঙ্গে ৩ ড্র আর ৪ হারে বায়ার্নের পয়েন্ট ৫৭। লেভারকুজেনের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দুইয়ে অবস্থান করছে বায়ার্ন।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আজ বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সেই সঙ্গে আছে একটি অ্যাসিস্টও। বায়ার্নে নিজের প্রথম মৌসুমে বুন্দেসলিগাতে এটি কেইনের চতুর্থ হ্যাটট্রিক। বুন্দেস লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের অভিষেক মৌসুমে চার হ্যাটট্রিক এবং অন্তত ৮ ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন কেইন।

বায়ার্নের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ৩৬ গোল কেইনের। শুধু জার্মান লিগে ২৫ ম্যাচে তার গোল হলো ৩০টি।

ঘরের মাঠে কেইন গোলের শুরুটা করেন ১৩ মিনিটে। প্রথমার্ধের যোগকরা সময়ে করেন নিজের দ্বিতীয় গোলটি। আর ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ। এছাড়া বায়ার্নের হয়ে জোড়া গোল করেন লেওন গোরেৎজকা। একটি করে গোল করেন থমাস মুলার, সার্জ গ্ন্যাব্রি ও জামাল মুসিয়ালা। মুসিয়ালার গোলে অ্যাসিস্ট করেন কেইন।

সারাবাংলা/এসএস

Scroll to Top