ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ শাবান মাস শুরু হওয়ায় বিশ্বের বেশিরভাগ ইসলামিক দেশ আগামী ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। তবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, আগামী ১০ মার্চ বিশ্বের ইসলামিক দেশগুলো থেকে রমজান মাসের চাঁদ দেখতে পাওয়ার কোন সম্ভাবনা নেই।
গালফ নিউজ জানিয়েছে, দেশগুলোতে ১০ মার্চ এর পরিবর্তে ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন। আইএসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ মার্চ গ্রিনিচ সময় অনুযায়ী, সকাল ৯ টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে ফলে অনেক দেশে ১১ মার্চ সোমবার থেকে রমজান মাস শুরু হবে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের মতে, আগামী ১০ মার্চ আরব বিশ্বে রমজানের চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব। ওই দিন টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখার সম্ভাবনা নেই। তবে ১১ মার্চ রমজানের চাঁদ দেখা যাবে। তাই ১২ মার্চ মঙ্গলবার থেকে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, ১১ মার্চ সূর্যাস্তের ১৫ থেকে ২৫ মিনিট পর পশ্চিম দিগন্তে খালি চোখে রমজানের চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে।