ঢাকা, ১৫ আগস্ট – এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত কয়েকদিন ধরে চলা ফিটনেস ক্যাম্পের পর শুক্রবার (১৫ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কোচ ও প্রায় সব খেলোয়াড়ের উপস্থিতিতে শুরু হয় অনুশীলন সেশন।
ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স। পেস বোলিং কোচ শন টেইট, সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ফিটনেস কোচ নাথান কেলি এবং তিন মাসের জন্য নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডও অনুশীলনে যোগ দেন। তবে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় তাওহীদ হৃদয় অনুপস্থিত ছিলেন। পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও এদিন দলে যোগ দেননি।
দুপুর ২টা থেকে শুরু হওয়া ক্লোজডোর অনুশীলনের প্রথমেই খেলোয়াড় ও কোচদের নিয়ে গোল হয়ে পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের বার্তা দেন ফিল সিমন্স। এরপর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বোর্ডে লেখা পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং দেন খেলোয়াড়দের।
অনুশীলনে পেস বোলিং কোচ হয়েও ফিল্ডিং সেশনে তৎপর ছিলেন শন টেইট। নাথান কেলি পর্যবেক্ষণ করেন গত কয়েকদিনের ফিটনেস ট্রেনিংয়ের অগ্রগতি, আর সার্বিক তত্ত্বাবধান করেন সিমন্স। অনুশীলনের একাংশ মাত্র ২০ মিনিটের জন্য গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়।
মাঠের কাজ শেষ করে ক্রিকেটাররা ইনডোরে গিয়ে জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং অনুশীলন করেন। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের বিশেষ ধরনের বেসবল ব্যাট-সদৃশ স্টিক দিয়ে শট মারার প্রশিক্ষণ দেওয়া হয়।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আধুনিক টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং অপরিহার্য হলেও বাংলাদেশ এই ক্ষেত্রে পিছিয়ে। বিসিবির বিশ্বাস, জুলিয়ান উডের কোচিংয়ে টি-টোয়েন্টিতে বদলে যাবে বাংলাদেশের ব্যাটিং ধরণ।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ আগস্ট ২০২৫