মুলতানে আবার ইতিহাস, একদিনে অলআউট দুই দল

মুলতানে আবার ইতিহাস, একদিনে অলআউট দুই দল

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫০

মুলতানে একদিনে পড়ল ২০ উইকেট

মাত্র ৭ দিন আগেই মুলতানে হয়েছিল নতুন রেকর্ড। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল ১৯ উইকেট, যা ছিল পাকিস্তানের মাটিতে একদিনে সর্বোচ্চ। সেই রেকর্ড টিকল না এক সপ্তাহও। সেই মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অলআউট হয়েছে দুই দলই, পড়েছে ২০ উইকেট! মুলতানে তাই রচিত হলো নতুন ইতিহাসের।

টসে জিতে মুলতানে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। নোমান আলীর দুর্দান্ত এক হ্যাটট্রিকে ৩৮ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। টেস্টে পাকিস্তানের হয়ে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিকের মাইলফলক ছুঁয়েছেন নোমান। এক পর্যায়ে ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ক্যারিবিয়ানরা।

সেখান থেকে দলকে রক্ষা করেছেন গুদাকেশ মোতি। কিমার রোচ ও জোমেল ওয়ারিকানকে নিয়ে দারুণ লড়ে গেছেন মোতি। মোতির ৫৫ রানের দারুণ এক হাফ সেঞ্চুরিতে ১০০ পেরোয় দলের ইনিংস। রোচ করেছেন ২৫ রান। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে নেমে ওয়ারিকান করেছেন ৩৬ রান। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। নোমান আলী নিয়েছেন ৪১ রানে ৬ উইকেট।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানও সুবিধা করতে পারেনি আজ। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা ওয়ারিকান ও মোতি বল হাতেও পাকিস্তানকে স্বস্তিতে থাকতে দেননি। ২৫ রানে তিন উইকেট হারানো পাকিস্তানকে কিছুটা পথ দেখাচ্ছিলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।

তবে শাকিল ৩২ ও রিজওয়ান ৪৯ রানে ফিরলে আর দাঁড়াতে পারেনি পাকিস্তানের ইনিংস। ১১৯ রানে ৪ উইকেট থেকে ১৫৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন ওয়ারিকান, ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন মোতি।

দিনের শেষ ওভারে কাশিফ আলী রান আউট হলে অলআউট হয় পাকিস্তান। পাগলাটে এক দিনে পাকিস্তান ১৫৪ রানে অলআউট হওয়ায় ৯ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সারাবাংলা/এফএম

একদিনে ২০ উইকেট
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
মুলতান টেস্ট

Scroll to Top