মুম্বাই স্কোয়াডে ফিরলেন বুমরাহ, মাঠে ফিরবেন কবে?

মুম্বাই স্কোয়াডে ফিরলেন বুমরাহ, মাঠে ফিরবেন কবে?

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ১২:৫৫

মাঠ ফেরার অপেক্ষায় বুমরাহ

ইনজুরির কারণে প্রায় তিন মাস ধরে মাঠের বাইরে আছেন তিনি। আইপিএল শুরু হলেও এখনো ম্যাচ খেলা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরাহর। কবে মাঠে নামতে পারবেন, সেটা নিয়েও ছিল শঙ্কা। অবশেষে স্বস্তি ফিরিয়ে মুম্বাই স্কোয়াডে যোগ দিলেন বুমরাহ।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন বুমরাহ। সেই ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। পিঠের এই ইনজুরি বুমরাহকে সরিয়ে রেখেছিল চ্যাম্পিয়নস ট্রফি থেকেও। জানা গিয়েছিল, আইপিএলের প্রথম ভাগেও খেলতে পারবেন না তিনি।

২২ মার্চ পর্দা উঠেছে এবারের আইপিএলের। এরপর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মুম্বাইয়ের হয়ে মাঠে নামা হয়নি বুমরাহর। অবশেষে সুখবর পেল ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরি কাটিয়ে মুম্বাই স্কোয়াডে ফিরেছেন বুমরাহ।

আগামী ৭ এপ্রিল বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করবেন বুমরাহ। তবে এই ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। ১৩ এপ্রিল দিল্লির বিপক্ষে ম্যাচ দিয়েই আইপিএলে ফিরতে পারেন বুমরাহ।

এই মুহূর্তে ৪ ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ৮ম স্থানে আছে মুম্বাই। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫
জাসপ্রীত বুমরাহ
মুম্বাই ইন্ডিয়ান্স

Scroll to Top