মুন্সীগঞ্জে ১৫ মামলার আসামি লিটন কসাই গ্রেফতার

মুন্সীগঞ্জে ১৫ মামলার আসামি লিটন কসাই গ্রেফতার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত ১৫ মামলার আসামি লিটন কসাইকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন কসাই (৪০) গজারিয়া উপজেলার ভবেররচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসার কারণে তিনি স্থানীয়ভাবে গজারিয়ার ইয়াবা বদি নামে পরিচিত। তাকে গত কয়েক মাস ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল থানা পুলিশ। সর্বশেষ গোপন সংবাদ এর ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, লিটন গজারিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

 

 

Scroll to Top