মুন্সিগঞ্জে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

মুন্সিগঞ্জে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে মেঘনা নদীতে ভাসমান একটি লাশ দেখে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ উদ্ধার করে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্য সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। লাশের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং তার স্বজনরা খবর পেয়ে মুন্সীগঞ্জে রওনা হয়েছে।

তিনি আরও বলেন, লাশের পরনে ছিল হাফ হাতা শার্ট। এছাড়া গলায় ছিল ফিতাবাধা চশমা ঝুলানো। মাথায় টাক এবং কাচাপাকা চুল। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরে আর ফেরেননি। আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।’

রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের জিডির সঙ্গে যে ছবিটি ছিল, তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলছেন, মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

Scroll to Top