ভারতের উত্তর প্রদেশের আলোচিত রাজনীতিবিদ, বহুজন সমাজবাদী পার্টির নেতা মুখতার আহমেদ আনসারিকে কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ছেলে উমর আনসারি বলেছেন, তার বাবার খাবারে বিষ দেওয়া হয়েছিলো। মুখতারের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের তদন্ত চেয়েছে বহুজন সমাজবাদী পার্টি- বিএসপি। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাবন্দি মুখতার আনসারির মৃত্যু হয়। সাবেক গ্যাংস্টার মুখতার আনসারির মৃত্যুর পর অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে উত্তর প্রদেশের বেশ কয়েকটি জেলায় ১শ৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেশি মানুষ জমায়েতের উপর।
মুখতার আনসারিকে কারাগারে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ


Related Posts

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ রুদ্ধশ্বাস ম্যাচ টাই
October 22, 2025

রুদ্ধশ্বাস সুপার ওভার শেষে বাংলাদেশের বেদনার হার
October 21, 2025

পাকিস্তানের ওয়ানডে নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি – DesheBideshe
October 21, 2025