মুক্তিযুদ্ধকে ছোট করে কোনো রাজনীতি কখনোই সফল হবে না: রিজভী

মুক্তিযুদ্ধকে ছোট করে কোনো রাজনীতি কখনোই সফল হবে না: রিজভী

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘এখন শুনি উনি (শেখ হাসিনা) নাকি একটি দেশ থেকে বাংলাদেশে কর্মসূচিও ঘোষণা করেন, কত কিছু করেন। আর জেলখানায় যে কজন ধরা পড়েছেন, তাঁদের মধ্যে এক দরবেশ আছেন। উনি ঝাড়-ফুঁক দিচ্ছেন যে, এতো শ্রমিক নেমে যাবে, নেমে গেলেই তো হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি জানি না তাঁদের আইনি প্রক্রিয়া কীভাবে চলছে এবং সেখান থেকে বেরিয়ে এসে কীভাবে কথা বলতে পারেন। নিশ্চয়ই তাঁদের কারাগারের মধ্যে এমন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, তাঁরা সেটা ব্যবহার করে অত্যন্ত স্বতঃস্ফূর্ত আছেন।’

এ সময় চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে। এমন সংস্কার আনা হোক, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে।’ সংস্কারের জন্য খুব বেশি পরিশ্রম ও সময় দীর্ঘায়িত করার কোনো মানে নেই বলেও মন্তব্য করেন তিনি।

Scroll to Top