মিরপুরের পিচ এশিয়া কাপ-বিশ্বকাপে সাহায্য করবে—বিশ্বাস লিটনের

মিরপুরের পিচ এশিয়া কাপ-বিশ্বকাপে সাহায্য করবে—বিশ্বাস লিটনের

পুরো সিরিজজুড়েই মিরপুরের পিচ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথম দুই ম্যাচে এই পিচে রীতিমত ধুঁকেছেন ব্যাটাররা। শেষ ম্যাচে অবশ্য রানের দেখা মিলেছে মিরপুরে। শেষ ম্যাচ হেরেও সিরিজ জয়ের উল্লাসের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, মিরপুরের এই পিচই এশিয়া কাপ-বিশ্বকাপে বাংলাদেশকে সাহায্য করবে।

সিরিজের প্রথম দুই ম্যাচে মিরপুরের পিচ ভুগিয়েছে ব্যাটারদের। বিশেষ করে পাকিস্তান ব্যাটাররা তো দাঁড়াতেই পারেনি এখানে। শেষ ম্যাচে রান এসেছে পাকিস্তান ব্যাটারদের ব্যাটে। তবে এদিন রানের দেখা পাননি বাংলাদেশি ব্যাটাররা।

মিরপুরের পিচ নিয়ে বেশ সমালোচনাও করেছেন পাকিস্তানের কোচ ও ক্রিকেটাররা। এমন পিচ টি-২০ ক্রিকেটের জন্য উপযোগী নয় বলেই অভিযোগ তাদের। বাংলাদেশ অবশ্য মিরপুরের পিচ নিয়ে বরাবরই সন্তুষ্ট।

ম্যাচ শেষে লিটন তাই বলছেন, শেষ ম্যাচের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, ‘না এটা ভালো পিচ ছিল। আগের দুই ম্যাচ যে খেললাম সেটার চেয়ে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আমাদের বোলিং ইউনিট খুবই ভালো করেছে। অধিনায়ক হিসেবে মনে করি, ১৮০ চেইজ করার মত ছিল। ব্যাটিং ইউনিট ক্যাল্কুলেটিভ খেলাটা খেলতে পারেনি।’

লিটন আরও জানান, ‘কিছুদিন আগে সেন্ট ভিনসেন্টে বিশ্বকাপ খেললাম একই ধরনের উইকেট। সিরিজ না বিশ্বকাপে। ১৩০, ১৪০ রানও বেশি ছিল। ক্রিকেটে এমন থাকবে কিছু কিছু দিন। প্লেয়ার হিসেবে আমাদের মানিয়ে নিয়ে খেলাটাই কাজ। প্রথম দুই ম্যাচে আমরা পেরেছি, তারা পারেনি। আজকে আমরা পারিনি তারা ভালো খেলেছে।’

মিরপুরের এমন পিচই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে সাহায্য করবে বলেই বিশ্বাস লিটনের, ‘অবশ্যই এভাবে এমন উইকেটে খেলে গেলে এটা অবশ্যই সাহায্য করবে। অবশ্যই সাহায্য করবে। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সাহায্য করবে বলে মনে হয়।’

Scroll to Top