মিয়ানমারে পাঁচ তারকা ক্যাসিনো রিসোর্ট ফেলে পালিয়েছেন মালিক

মিয়ানমারে পাঁচ তারকা ক্যাসিনো রিসোর্ট ফেলে পালিয়েছেন মালিক

মিয়ানমারে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি পাঁচ তারকা হোটেল ও ক্যাসিনো বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেলের মালিক উ কিয়াও লিনের বিরুদ্ধে থাইল্যান্ডে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এটার এ দশা হয়েছে। মিয়ানমারের দক্ষিণাঞ্চলের এই হোটেল থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

মিয়ানমারের তানিনথারি অঞ্চলের কাওথাউং এলাকার থাহতাই কুন দ্বীপে অবস্থিত রিসোর্টটির নাম দ্য গ্র্যান্ড আন্দামান হোটেল। ১ হাজার ৮০০ একরের দ্বীপে অনেকটা জমি নিয়ে গড়ে তোলা হয়েছে হোটেলটি। সেখানে খেলাধুলার কক্ষ, স্পা, কারাওকে লাউঞ্জ ও অনেক বিউটি সেলুন রয়েছে। বন্ধ হওয়ার আগে দেড় হাজারের বেশি কর্মী ছিল তাতে। এই কর্মীদের অনেকে মিয়ানমারের নাগরিক।

হোটেলের এক কর্মী বলেন, ‘এই মাসে হোটেলটি বন্ধ হয়ে গেছে। এটি আবার কবে খুলবে, তা জানি না।’ অনেকেই বলেছেন, মিয়ানমারের ব্যবসায়ীরা জুয়া খেলার জন্য প্রায়ই হোটেলটিতে যেতেন।

Scroll to Top