মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ – DesheBideshe

মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ১৭ ডিসেম্বর – অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে টাইগ্রেস যুবারা।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

এদিন টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন জান্নাতুল মাওয়া। তিনি ৪৫ বলে ৪টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া নিচের ব্যাটার সাদিয়া ১৯ বলে ঝড়ো ৩১ রান করেন। আর ওপেনার ফাহোমিদা ছোয়ার ব্যাট থেকে ২৬ রান আসে।

মাশয়েশিয়ার বোলারদের মধ্যে মারশা কুইসটিনা বিনতি আব্দুল্লাহ ৩টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকরা বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি। তাদের কোনো ব্যাটারই দুই অঙ্কর ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশ বোলার নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে মাত্র ৩ রানে ৫টি উইকেট দখল করেন। এছাড়া হাবিবা ইসলাম পান ৩টি উইকেট।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলংকা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৪



Scroll to Top