মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত। গত ১০ মার্চ প্রথম ধাপে মালদ্বীপ থেকে ২৫ জন সেনা সদস্য প্রত্যাহার করে নেয় দেশটি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ ১২ মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দেশটিতে অবস্থানকারী সৈন্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ভারত মালদ্বীপে অবস্থান করা নজরদারি বিমান পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রত্যাহার শুরু করেছে।
এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর নয়াদিল্লির সাথে আলোচনা করে আগামী ১০মে’র মধ্যে মালদ্বীপে অবস্থান করা ৮৯ জন ভারতীয় সেনাদের দেশত্যাগের নির্দেশ দেন। তিনি তখন বলেন, আগামী ১০ মে’র পর মালদ্বীপে কোন ভারতীয় সৈন্য থাকবে না।
মালদ্বীপভিত্তিক সংবাদ মাধ্যম মিহারু জানিয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে ভারতীয় সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে যদিও মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি।
উল্লেখ্য, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সম্মতির ভিত্তিতে দেশটিতে ৮৯ জন ভারতীয় সেনা মোতায়েন করেছিল ভারত যার উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরে চীনের তৎপরতার ওপর নজরদারি করা। তবে এর পাশাপাশি টিকাদান কর্মসূচি, মালদ্বীপের জনবসতিপূর্ণ দ্বিপগুলোতে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার কাজও করতেন ভারতীয় সেনারা।