রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। মূলত কূটনৈতিক বহিষ্কারসহ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যেকোনও প্রচেষ্টাকে দমন করবে বলে জানিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার ৭ মার্চ সাংবাদ মাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ‘রাশিয়ান ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টার’ বিরুদ্ধে রাষ্ট্রদূতকে সতর্ক করেছে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এই ধরনের কর্মে জড়িত মার্কিন দূতাবাসের কর্মচারীদের বহিষ্কারসহ কঠোরভাবে দমন করা হবে।