মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর – DesheBideshe

মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর – DesheBideshe

মুম্বাই, ১৫ অক্টোবর – ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার (১৫ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। অভিনেতার পুরোনো বন্ধু ও সহকর্মী অমিত বহল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পঙ্কজ ধীরকে মনে রাখা হয় বিশেষভাবে বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকের কর্ণ চরিত্রের জন্য, যা ৮০ ও ৯০-এর দশকের দর্শকদের মনে আজও উজ্জ্বল হয়ে রয়েছে। তবে টেলিভিশনের গণ্ডি ছাড়িয়ে তিনি বলিউডের বহু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ও ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’।

সূত্রের খবর অনুযায়ী, ক্যানসার থেকে কিছুটা সুস্থ হলেও গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সম্প্রতি একটি জটিল অস্ত্রোপচারও হয় তার। শেষপর্যন্ত শারীরিক জটিলতার কাছে হার মানলেন এই বর্ষীয়ান অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি পঙ্কজ ধীর পরিচালনাতেও হাতেখড়ি নিয়েছিলেন। দুটি হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। তার অভিনয়জীবন প্রায় ৫৫ বছরের দীর্ঘ, যার মধ্যে ধারাবাহিক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ-সব মাধ্যমেই ছিল তার অবাধ বিচরণ। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি।

‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, পঙ্কজ ধীর ছিলেন এক প্রজন্মের অনুপ্রেরণা, যিনি মঞ্চ, টিভি এবং সিনেমা-তিন ক্ষেত্রেই তাঁর প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

তার শেষকৃত্য সম্পন্ন হবে বুধবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ে।

এনএন/ ১৫ অক্টোবর ২০২৫



Scroll to Top