মারা গেছেন আজাদ আলী বীর প্রতীক

মারা গেছেন আজাদ আলী বীর প্রতীক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

১৯৭১ সালের রণাঙ্গনের সাহসী মুক্তিযোদ্ধা আজাদ আলী (বীর প্রতীক) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আজ (১৪ জানুয়ারি) বুধবার বনানী ডিওএইচএস মসজিদে বাদ যোহর নামাজের জানাজার পর আজাদ আলী বীর প্রতীককে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। এর আগে তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর কথা রয়েছে।

আজাদ আলী বীর প্রতীক গত ১ জানুয়ারি বনানীর নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ছাত্রজীবনে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত আজাদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন সময়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি সাত নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল কাজী নুরুজ্জামানের অধীনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

GOVT

সাত নম্বর সেক্টরের সাব সেক্টর-৫ এর কমান্ডার ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের একটি উল্লেখযোগ্য অংশের ট্রুপ লিডার হিসেবে যুদ্ধ করেন আজাদ আলী বীর প্রতীক। সাহসী এই বীর সেনানি মুক্তিযুদ্ধে একটি হাত হারিয়েছিলেন। কর্মজীবনে তিনি আর্মড ফোর্সেস ডিভিশনের সিএসও-১ হিসেবে দীর্ঘসময় চাকরী করে অবসরে নেন।

 

Shoroter Joba

Scroll to Top