পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শারমিন আক্তারকে পেছনের আসনে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর স্বামী বেলাল হোসেন। আজ বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কালিপাল এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেল তাঁদের পাশ থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে উভয় মোটরসাইকেলের দুই চালক ও যাত্রী আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে গুরুতর আহত বেলাল ও শারমিনকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক শারমিনকে (৩০) মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মায়ের বাড়িতে গিয়ে ইফতার করা হলো না শারমিনের


Related Posts


পশ্চিম তীর দখলে নেসেটে বিল পাস | চ্যানেল আই অনলাইন
October 23, 2025


‘এটি আত্নহত্যা নয়, প্রি-প্ল্যানড মার্ডার’
October 23, 2025