মানুষ বিপদে পড়লে আশ্রয় খোঁজে পুলিশের কাছে – DesheBideshe

মানুষ বিপদে পড়লে আশ্রয় খোঁজে পুলিশের কাছে – DesheBideshe

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে সবার আগে তারা আশ্রয় খোঁজে পুলিশের কাছে। কাজেই পুলিশ জনগণের বন্ধু। এটা সব সময়ই চলে আসছে এবং সেটাই প্রতিষ্ঠা করা একান্তভাবে দরকার।’

তিনি বলেন, ‘জনগণের জান-মাল রক্ষা ও দেশের শান্তি রক্ষায় সব সময়ই পুলিশ তার জীবন দিয়ে প্রচেষ্টা চালিয়েছে এবং ধ্বংসাত্মক কাজ রুখে দিয়েছে।’

আজ মঙ্গলবার ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিগত ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী সারাদেশে হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষ হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। পুলিশ সদস্যগণ জীবন বাজি রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তাদের ধ্বংসাত্মক কর্মকান্ড রুখে দিয়েছিল।’

তিনি বলেন, ‘বরাবরের মতোই সেই অপশক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল এবং গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আপনারা দেখেছেন ২০২৩ সালের ২৮ অক্টোবর হতে তারা কি নির্মমভাবে পুলিশ সদস্য আমিরুল ইসলামকে হত্যা করেছে। তারা ট্রেন ও বাসে আগুন দিয়ে নির্মমভাবে নিরীহ মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর এবং প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের বাসভবনে হামলা চালিয়েছে। ৩০ জনেরও বেশি সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও ককটেল নিক্ষেপ করেছে। কিন্তু ধৈর্য্য ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশ সদস্যগণ এসকল পরিস্থিতি মোকাবিলা করেছেন, এজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী আন্তর্জাতিকভাবে জাতিসংঘের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছে। এমনকি এই শান্তিরক্ষায় কাজ করতে যেয়েও অনেক পুলিশ কর্মকর্তার জীবন দিতে হয়েছে।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top