মানুষের প্রত্যাশা পূরণ ও আস্থা অর্জনে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে কুমিল্লায় এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতোনা স্বৈরাচার বিদায় নেবে, তখনই বিএনপি রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাবনা দেয়। বিএনপির এই উদ্যোগের কথা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে বলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।