মাদ্রাসার কাছে ভয়াবহ বিস্ফোরণে মাওলানা'র মৃত্যু  | চ্যানেল আই অনলাইন

মাদ্রাসার কাছে ভয়াবহ বিস্ফোরণে মাওলানা'র মৃত্যু  | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের বিহারের সারান জেলার মতিরাজপুর গ্রামে একটি মাদ্রাসার কাছে ভয়াবহ বিস্ফোরণে এক মাওলানা’র মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন একজন শিক্ষার্থী। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে,  বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় প্রথমে ইমামুদ্দিন এবং ছাত্র নূর আলমকে (১৫) দ্রুত পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই পথে ইমামুদ্দিনের মৃত্যু হয়। আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ছাত্র নূর আলম মুজাফফরপুর জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওই মাদ্রাসার কাছেই একটি বলের মতো বস্তু দেখতে পেয়েছিল ওই ছাত্র। তাতে সন্দেহ হয় ইমামুদ্দিনের । তিনি তখন ছাত্রের কাছ থেকে ওই বস্তুকে নিয়ে দূরে ফেলে দেন। তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে দুজনেই মারাত্মকভাবে আহত হন। ছাত্রকে বাঁচানো গেলেও ইমামুদ্দিনকে  বাঁচানো যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। সারানের পুলিশ সুপার গৌরব মঙ্গলা জানান, একটি ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্টভাবে জানা যাবে, সেটি বোমা নাকি কোনও বাজি ছিল।

Scroll to Top