মাত্র ১৩ পর্বেই ইতিহাস, ৮.৯ রেটিং পাওয়া ‘মোল্লা নাসিরুদ্দিন’–এর কথা মনে আছে

মাত্র ১৩ পর্বেই ইতিহাস, ৮.৯ রেটিং পাওয়া ‘মোল্লা নাসিরুদ্দিন’–এর কথা মনে আছে

নব্বই দশকের শুরুতে ভারতীয় টেলিভিশনে এক ব্যতিক্রমী হিন্দি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল। কোনো অ্যাকশন, চটকদার নাটক বা উচ্চ স্বরে কমেডি নয়। এই শো দর্শকদের মন জয় করেছিল কোমল, বুদ্ধিদীপ্ত রসিকতা আর লোকগাথানির্ভর জীবনের চিরায়ত শিক্ষায়। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। কিন্তু সমালোচকদের মতে, এখনো সেই অনুষ্ঠান ভারতের সেরা টিভি শোগুলোর একটি।

১৩ পর্বেই ইতিহাস
আলোচিত সেই টিভি শোটি হলো ‘মোল্লা নাসিরুদ্দিন’, যা প্রথম প্রচারিত হয়েছিল ১৯৯০ সালে। প্রধান চরিত্রে ছিলেন রঘুবীর যাদব, যিনি চমৎকার অভিনয়ে প্রাণবন্ত করে তুলেছিলেন জ্ঞানী অথচ বুদ্ধিদীপ্ত কৌতুকপ্রিয় নাসিরুদ্দিনকে। লোকগাথা অবলম্বনে তৈরি এ ধারাবাহিকে নাসিরুদ্দিনকে দেখা যায় দৈনন্দিন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে, আর প্রতিটি গল্প শেষ হয় রসিকতার আড়ালে মানুষের আচরণ, দুর্বলতা আর বোকামি তুলে ধরে।

Scroll to Top