মাঝরাস্তায় মদ্যপ চালকের হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত – DesheBideshe

মাঝরাস্তায় মদ্যপ চালকের হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত – DesheBideshe

কলকাতা, ১৯ জানুয়ারি – ভারতের মুম্বাই হোক বা কলকাতা, রাস্তায় তারকাদের হেনস্তার শিকার হওয়ার ঘটনা যেন নতুন কিছু নয়। আগেও বহুবার অভিনেতা-অভিনেত্রীদের গাড়ি আটকে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার খবর সামনে এসেছে। এবার সেই ধরনেরই একটি ঘটনা ঘটেছে ওপার বাংলায়। মাঝ রাস্তায় এক মদ্যপ চালকের হাতে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী।

ঘটনাটি ঘটেছে কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায়। অহনা দত্তের ভাষ্য অনুযায়ী, তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। ঠিক সেই সময় সামনে থাকা একটি গাড়ি হঠাৎ জোরে এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলেও ওই গাড়ির চালক কোনো সাড়া দেননি। অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার পর দায় স্বীকার করার বদলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন।

অহনার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মাত্র এক মাস আগে কেনা তার নতুন গাড়িটির সামনের অংশ ও দরজা প্রচণ্ড ধাক্কায় মারাত্মকভাবে দুমড়েমুচড়ে গেছে। গাড়ির এমন ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অহনা দত্ত। তার অভিযোগ, ওই সময় তাকে বা তার স্বামীকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। বরং স্থানীয়দের অনেকেই ওই মদ্যপ চালকের পক্ষ নিয়ে তাদের হেনস্তা করেন। অহনার দাবি, তিনি সেখানে উপস্থিত না থাকলে তার স্বামীর ওপর শারীরিক হামলা হওয়ার আশঙ্কাও ছিল।

এই ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অহনা দত্ত ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে এই ঘটনার মধ্য দিয়ে ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠে এসেছে।

এনএন



Scroll to Top