মাগুরায় ইমামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি, ভিডিওটি বিদেশি ঘটনার

মাগুরায় ইমামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি, ভিডিওটি বিদেশি ঘটনার

‘মাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত, কোথায় নিরাপত্তা পাবে মানুষ?’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। কিন্তু মাগুরা জেলায় এ ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশ বলছে, বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পুরনো একটি বিদেশি ঘটনাকে নতুন করে মাগুরার ঘটনার সঙ্গে সংযুক্ত করে গুজব ছড়ানো হচ্ছে।

/এমএন

Scroll to Top