মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় গিটার বাজালেন রোগী

মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় গিটার বাজালেন রোগী

ইউনিভার্সিটি অব মিয়ামি ব্রেন টিউমার ইনিশিয়েটিভ ডিরেক্টর ড. রিকার্ডো কোমোটার ফক্স নিউজকে বলেন, ‘টিউমারটি যদি মস্তিষ্কের খুব জটিল জায়গায় হয়ে থাকে, যেখান থেকে মানুষের কথা বলা বা ভাষা বুঝতে পারা বা চলাফেরা নিয়ন্ত্রিত হয়, তখন আমরা রোগীকে ক্রমাগত পর্যবেক্ষণ করতে জাগিয়ে সার্জারি করতে চাই, যাতে আপনার মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হচ্ছে কি না, সেটা আপনি বুঝতে পারবেন। আর সেই চিন্তা থেকেই ক্রিস্টিয়ানকে গিটার বাজানোর প্রস্তাব দেওয়া হয়।’

কোমোটার বলেন, অস্ত্রোপচারের সময় গিটার বাজানোর প্রস্তাবে নোলেন প্রথমে হকচকিত হয়ে গেলেও পরে তিনি সেই কাজটি ভালোভাবেই করেছেন।

Scroll to Top