রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। যারমধ্যে তিনজন শিশুও রয়েছে। নিহতদের মধ্যে ৬৫ জনের মরদেহ শনাক্ত হয়েছে। হামলায় সরাসরি জড়িত ৪ জনসহ সন্দেহভাজন ১১ জনকে আটক করেছে রুশ গোয়েন্দা। গ্রেপ্তার একজন বলছে, পাঁচ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতিতে তিনি হামলা চালিয়েছেন।
এঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারীরা অবর্ণনীয় পরিণতির মুখোমুখি হবে।