মস্কোয় হামলায় অবশ্যই বিদেশি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল: এরদোয়ানের সহযোগী

মস্কোয় হামলায় অবশ্যই বিদেশি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল: এরদোয়ানের সহযোগী

একেপির উপ-চেয়ারম্যান সেলিক গতকাল তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভিকে বলেন, এটা সুস্পষ্ট যে কোনো রাষ্ট্রের গোয়েন্দাদের সহযোগিতা ছাড়া এ ধরনের পেশাদার কর্মকাণ্ড করা অসম্ভব। এ ধরনের ঘটনায় সব সময়ই পৃষ্ঠপোষক (রাষ্ট্রীয়) থাকে।

মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় রাশিয়ার প্রতি তুরস্ক আন্তরিক সমবেদনা জানিয়েছে বলে উল্লেখ করেন সেলিক।

ক্রোকাস সিটি হলে হামলার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে)।

ইউক্রেন বলছে, এই হামলার ঘটনায় কিয়েভের কোনো সম্পৃক্ততা নেই।
হামলার ঘটনায় রাশিয়ার নিরাপত্তা হেফাজতে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের সবাই তাজিক নৃগোষ্ঠীর।

Scroll to Top