রাশিয়ার রাজধানী মস্কোতে উগ্রপন্থীরা হামলার পরিকল্পনা করছে বলে জানিয়ে এই বিষয়ে দেশটিকে সতর্ক করেছে রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গতকাল (৮মার্চ) শুক্রবার রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওই দিন একটি উপাসনালয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একটি পরিকল্পিত গোলাগুলি ব্যর্থ করার দাবি জানায় রাশিয়া। এর কয়েক ঘণ্টা পরই রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সতর্কবার্তাটি আসে।
এতে বলা হয়, মস্কোতে কনসার্টসহ বড় ধরনের জনসমাবেশে উগ্রপন্থীদের হামলার পরিকল্পনার বিষয়ক প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছে তারা। মার্কিন নাগরিকদের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দিয়ে তারা জানায়, মার্কিন নাগরিকদের তাদের চারপাশের বিষয়ে সচেতন হওয়া উচিত।
এর আগেও কয়েকবার দূতাবাসটি মার্কিন নাগরিকদের রাশিয়া ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। গত বৃহস্পতিবারও উগ্রপন্থীরা মার্কিন নাগরিকদের ওপর একটি হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।