মস্কোতে দ্বি-পাক্ষিক বৈঠকে বসছেন জয়শঙ্কর-ল্যাভরভ | চ্যানেল আই অনলাইন

মস্কোতে দ্বি-পাক্ষিক বৈঠকে বসছেন জয়শঙ্কর-ল্যাভরভ | চ্যানেল আই অনলাইন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ বুধবার (২৭ ডিসেম্বর) মস্কোতে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

এনডিটিভি জানিয়েছে, ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রীরা দ্বি-পাক্ষিক সহযোগিতার বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রগুলোর পাশাপাশি নানান বিষয় নিয়ে আলোচনা করবেন। ব্রিকসের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বৈঠকে।

Bkash

বৈঠকে টেকসই পরিবহন, লজিস্টিকস, ব্যাংকিং এবং আর্থিক ক্ষেত্রের আরও উন্নতি করাসহ বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার ওপরও জোর দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মহাকাশ এবং পারমাণবিক বিষয়গুলোসহ উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি আর্কটিক অঞ্চল এবং হাইড্রোকার্বন প্রযুক্তিতে উন্নয়নের জন্য যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। এছাড়াও আলোচনা হবে ইসরায়েল- ফিলিস্তিন সংকটসহ আন্তর্জাতিক নানান বিষয় নিয়ে।

Reneta JuneReneta June

গত সোমবার পাঁচ দিনের সফরে রাশিয়ায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সফরে তিনি একাধিক বৈঠক করবেন। ইতোমধ্যে তিনি রেড স্কয়ার পরিদর্শন করেছেন। এর আগে ২০২২ সালে জয়শঙ্কর রাশিয়া সফর করেন। ওই সময়ও তিনি ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছিলেন।

Scroll to Top