এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
গতকাল ১৬ মে বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। এতে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন আটকা পড়েন। ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন।
স্থানীয়রা জানান, হামলার পর মসজিদে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। আশেপাশের মানুষজন ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন।
সময়মতো ফায়ার সার্ভিসে কল করা হয়নি অভিযোগ করে কানো ফায়ার সার্ভিস জানায়, আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল।
স্থানীয় পুলিশ জানায়, তারা এই ঘটনায় ৩৮ বছর বয়সী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছেন ওই সন্দেহভাজন ব্যক্তি। তার দাবি, সে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে আমাদের কাছে আছে এবং দরকারী তথ্য দিচ্ছে। শিশুসহ আহতদের মধ্যে আরও অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।