পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মাকে তার ছেলের মরদেহ গোপনে সমাহিত করতে সম্মতি দেওয়ার জন্য কর্তৃপক্ষ চাপ প্রয়োগ করছে বলে জানিয়েছেন নাভালনির মুখপাত্র।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নাভালনির মাকে তার ছেলের মরদেহ গোপনে সমাহিত করতে সম্মতি দেওয়ার জন্য কর্তৃপক্ষ ৩ ঘণ্টার সময় বেঁধে দেয় বলে জানিয়েছে নাভালনির মুখপাত্র।
নাভালনির মা জানান, স্বাভাবিক মৃত্যুর কারণ দেখিয়ে বানানো তার ছেলের ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করতে তাকে বাধ্য করা হয়।
তবে কারা কর্মকর্তারাদের মতে হাঁটাচলা করা অবস্থাতেই অসুস্থ হয়ে ১৬ ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন নাভালনি।
বিজ্ঞাপন
কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাভালনির স্ত্রী।