এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, পূর্বনির্ধারিত কোনো সভা না থাকলেও দুই পক্ষ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে এলে সম্মেলনকক্ষে বসে আলোচনা হয়। আলোচনা শেষে মালিক সমিতি ঘোষণা দিয়েছে সোমবার থেকে বাস চালানো হবে। শ্রমিকদের আর কোনো দাবি নেই। যাঁর বিরুদ্ধে এনসিপির অভিযাগ ছিল, সেই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, জেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে বৈঠক করেছে। বৈঠকে শর্তহীনভাবে সোমবার সকাল থেকে সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। জনভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ১৬টি বাস বন্ধের দাবি জানানো হয়েছিল, তা ছিল ব্যক্তিস্বার্থে।



