বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক্সে দেওয়া বার্তায় হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা বলেন, যুক্তরাষ্ট্র-জায়নবাদী-ব্রিটিশ আগ্রাসনকারীরা ইয়েমেনের রাজধানী সানা ছাড়াও হোদেইদাহ সাদা ও ধামার এলাকায় হামলা চালিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ নিয়ে হুতিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তায়েজ, হোদেইদাহ নৌঘাঁটিতে বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে। এ উপকূলীয় এলাকায় হাজ্জায় বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে বলে মনে হয়েছে।
রাজধানী সানার বাসিন্দা খেলৌদ বলেন, বিমানবন্দর এলাকার দিক থেকে বিস্ফোরণের বিকট আওয়াজ আসে, এতে তাঁর ঘুম ভাঙে। যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে বড় আকারে আগুন ছড়িয়ে পড়তে দেখেছেন তাঁরা। হামলার আধঘণ্টা পরও আগুন জ্বলছিল।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের এক বিবৃতির বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, বিদেশি জাহাজ লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতিদের রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাকে খর্ব করতেই এ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে অস্টিন বলেন, হুতিদের মানুষবিহীন আকাশযান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডার ও বিমান নজরদারি সক্ষমতার সঙ্গে যুক্ত স্থানগুলো এ হামলার লক্ষ্যবস্তু।