মডেল মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক হয়নি: আইন উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

মডেল মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক হয়নি: আইন উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা ঠিক হয়নি। তবে তার বিরুদ্ধে যে অপরাধ আলামত নেই তা নয়।

রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

তিনি বলে, বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ বিষয়ে সিআইডির তদন্তে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তৎকালীন গভর্ণরসহ অনেকে নাম বাদ দেয়ার জন্য কাজ করেছেন। সিআইডিকে বলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যারা তাদের নাম যেন না দেয়া হয়। আগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীকালে করণীয় ঠিক করা হবে।

Scroll to Top