মডেলদের আল্টিমেট ফ্যাশন ডেসটিনেশন প্যারিসে মাশিয়াত!

মডেলদের আল্টিমেট ফ্যাশন ডেসটিনেশন প্যারিসে মাশিয়াত!

ফ্যাশন মডেল হিসেবে বেশ সুনাম মাশিয়াত রহমানের। দেশের প্রথমসারীর লাইফস্টাইল পণ্যের মডেল হিসেবে তাকে নিয়মিত দেখা যায়। বাংলাদেশে নিয়মিত ফ্যাশনে কাজের পাশাপাশি জাপান ও ব্যাংককের ফ্যাশন শোতেও অংশ নিয়েছিলেন মাশিয়াত।

এই তারকা মডেল এবার গেলেন ক্যাপিটাল অব ফ্যাশনের শহর প্যারিসে। সম্প্রতি তিনি ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ ও ফ্রান্স দূতাবাসের যৌথ উদ্যোগ্যে অনুষ্ঠিত ‘মেইড ইন বাংলাদেশ’ ফ্যাশন শোতে অংশ নিয়েছেন।

Bkash

লাক্সতারকা মাশিয়াত জানান, প্যারিসে ফ্যাশন শো তে তিনি এবারই প্রথম অংশ নিলেন। সেখানে থেকে দারুণ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন। তিনি বলেন, ফ্যাশন ডিজাইনার সামি আলমের তত্ত্বাবধানে এই ফ্যাশন শোয়ের মাধ্যমে বিশ্বের কাছে এক নতুন আঙ্গিকে বাংলাদেশকে তুলে ধরা হয়।

সামি আলম প্যারিস থেকে ফ্যাশনে তার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। তার করা ডিজাইনে এবং আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে এবারের প্যারিসের এই ফ্যাশন শোতে বাংলাদেশ থেকে মাশিয়াতসহ শিরিন শিলা, মীর মারিয়াম, সিম্মি তাসফিয়া এবং আফসানা স্পৃহা ছিলেন।

Reneta JuneReneta June

‘বাংলাদেশের নকশীকাঁথা খাঁদি ও ফ্রান্সের রিভলুশনের সামঞ্জসে পোশাকের ডিজাইন করেন সামি আলম। বিষয়টিকে ফ্যাশন সংশ্লিষ্টরা বড় অর্জন বলে মনে করছেন। মাশিয়ান বলেন, সবকিছু অর্গানাইজ করে প্যারিসে তুলে ধরতে সামি আলমের অনেক অবদান আছে। এটি দেশের বড় অর্জন।

বাংলাদেশের কালচার এবং ফ্রান্সের বিল্পব এই দুটো বিষয়ই এতে উঠে এসেছে। পাঁচজন বাংলাদেশি মডেল এবং ১৫জন প্যারিসের মডেল সেখানে ছিলেন।

মাশিয়াত বলেন, ‘প্যারিস হচ্ছে বিশ্বসেরা ফ্যাশন মডেলদের আল্টিমেট ডেসটিনেশন। যেখানে আবার দুই দেশ মিলিয়ে আয়োজন করে। প্যারিসের অপেরা বল রুমে পৃথিবীর বড় বড় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সেখানে গিয়ে এতো বড় শোতে অংশ নিতে পেরেছি এতে নিজেকে ধন্য মনে করছি।’

Scroll to Top