মঞ্চে আসছে প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘অভিনেতা’

মঞ্চে আসছে প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘অভিনেতা’

এমন এক চরিত্র নিয়ে এগিয়েছে ‘অভিনেতা’ নাটকের গল্প, যে চরিত্র সব সময় অন্যায়ের বিরুদ্ধে সরব। প্রাঙ্গণেমোর থিয়েটার নাট্যদলের ফেসবুক পেজে ‘অভিনেতা’ নাটকের একটি সংলাপ শেয়ার করা হয়েছে, ‘তুমি তো অকৃতজ্ঞ, বেইমান। তুমি পড়েছ এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তার মানে এ দেশের জনগণের টাকায়। অথচ তুমি এ দেশকে সার্ভ না করে সার্ভ করছ অন্য দেশকে, অন্য দেশের মানুষকে। নিজের দেশকে না, নিজের দেশের মানুষকেও না।’

Scroll to Top