সময় যতই যাচ্ছে ততই জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। ইতোমধ্যেই নির্বাচন প্রক্রিয়ার বেশকিছু ধাপ অতিক্রম করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সময়। এরপরের দিন প্রতিক বরাদ্দ করা হবে।
রোববার অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ইচ্ছুকরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর এর মধ্যে দিয়েই নির্ধারিত হবে আসন্ন নির্বাচনে মোট কত প্রার্থী ভোটের মাঠে থাকছেন।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি কার্যক্রম শেষে নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দুই হাজার ২৬০ জন। ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন।
তবে এটিই চূড়ান্ত সংখ্যা নয়। হাইকোর্টে আবেদনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন ইসির এই কর্মকর্তা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে হাইকোর্টে দু’টি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।