ভোটারদের ভয় দেখানোয় রমেশ চন্দ্র সেনকে শোকজ – DesheBideshe

ভোটারদের ভয় দেখানোয় রমেশ চন্দ্র সেনকে শোকজ – DesheBideshe

ভোটারদের ভয় দেখানোয় রমেশ চন্দ্র সেনকে শোকজ – DesheBideshe

রংপুর, ২১ ডিসেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আচরণবিধি লঙ্ঘন করায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মো. লুৎফর রহমান তাকে এ নোটিশ প্রদান করেন।

রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোসহ উসকানিমূলক বক্তব্য প্রদান করার অভিযোগ পেয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‌‌‌‌‌‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি (রমেশ চন্দ্র সেন) ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আপনি নির্বাচনী প্রচারণাকালে গত ২০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নে পোকাতি সেন্টারহাটে নির্বাচনী জনসভায় ভোটারদের ভয়ভীতি দেখানোসহ উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন, যা বিভিন্ন জাতীয় দৈনিকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।’

আরও বলা হয়েছে, ‌‘আপনার (রমেশ চন্দ্র সেন) বক্তব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৭(৩)(খ) অনুচ্ছেদ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ১১(ক) ধারার লঙ্ঘন। আইনভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে জানতে রমেশ চন্দ্র সেনের মুঠোফোন নম্বরে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঠাকুরগাঁও-১ (সদর ) আসনে রমেশ চন্দ্র সেন (নৌকা) ছাড়াও জাতীয় পার্টির রেজাউর রা‌জি (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির রা‌জিউল ইসলাম (আম) এবং ইসলা‌মী ঐক্যজোট প্রার্থী র‌ফিকুল ইসলাম (মিনার) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি ১৯৯৭ সালে উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই আসনের সংসদ সদস্য খাদেমুল ইসলাম মৃত্যুবরণ করার কারণে উপনির্বাচনটি হয়েছিল। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার, ২০১৪ সালে তৃতীয়বার এবং সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি ৪র্থ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন নির্বাচনী জনসভায় বিএনপির সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‌‘বিএনপির যে সমস্ত ভোটার রয়েছে তারা যেন ভোট দিতে যান। যদি ভোট দিতে না যান, আর যদি তারা সুবিধাভোগী হন, তাহলে তালিকা থেকে তাদের নাম কাটা যাবে। আমরা কিন্তু এক কথার লোক। আমি দিয়েছি, আমি কাটব। আর যদি আপনারা যান, সেখানে সব সেন্টার কমিটির ছেলে থাকবে, সভাপতি-সম্পাদক থাকবে, তারা কিন্তু মার্ক করবে। প্রতি জনকে মার্ক করবে। যদি না যান, তাহলে কিন্তু সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২১ ডিসেম্বর ২০২৩

Scroll to Top