মধ্য ভেনিজুয়েলায় বেআইনিভাবে পরিচালিত একটি সোনার খনিতে মাটির দেয়াল ধসে ২৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার ২১ ফেব্রুয়ারি ইওরগি আর্কিনিগা স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছে, বলিভার রাজ্যের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত সোনার খনি থেকে প্রায় ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলার বেসামরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সামাজিক মাধ্যম এক্স-এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, দেশের জন্য এটি একটি মর্মান্তিক ঘটনা যেখানে অনেকের প্রাণ গেছে। ভিডিওটিতে দেখা গেছে একটি সোনার খনির কর্মীদের উপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে।
পুলিশ কর্মকর্তাদের মতে, প্রায় ২০০ জন লোক খনিতে কাজ করত বলে ধারণা করা হচ্ছে। বলিভার রাজ্যের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
রেয়েস বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে সামরিক, দমকল বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো ‘আকাশপথে ওই এলাকায় চলে যাচ্ছে’। তিনি বলেন, অনুসন্ধানে সহায়তার জন্য কারাকাস থেকে উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে।
আল জাজিরা বলছে, বলিভার অঞ্চল সোনা, হীরা, লোহা, বক্সাইট, কোয়ার্টজ এবং কোল্টান সমৃদ্ধ। রাষ্ট্রীয় খনি ছাড়াও এই অঞ্চলে অবৈধভাবে এসব মূল্যবান ধাতু উত্তোলনের বিকাশমান শিল্পও রয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে একই অঞ্চলের ইকাবারুর আদিবাসী সম্প্রদায়ের একটি খনি ধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল।