যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি রেস্তোরাঁয় ১২ বছরের এক যুবককে জুসের পরিবর্তে ভুলবশত অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা হয়। আর সেই অ্যালকোহলযুক্ত পানীয় পান করে হাসপাতালে ভর্তি হন ওই যুবক।
এনডিটিভি জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে মিশিগানের লিভোনিয়ার একটি স্টেকহাউসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেকাইল কিউরেটন নামের ওই যুবক ডাইকুইরি নামের এক ধরনের বিশেষ পানীয় অর্ডার করেন। তিনি পানীয়টি মুখে দিয়ে জানান যে, এর স্বাদ স্বাভাবিক নয় এবং এটি পান করার সাথে সাথে তিনি বুকে ব্যাথা অনুভব করছেন। পরে দেখা যায়, তাকে যে গ্লাসটি পরিবেশন করা হয়েছিল তা অ্যালকোহলযুক্ত ছিল।
মেকাইল কিউরেটন জানান, এটি মুখে দেয়ার সাথে সাথে আমার মাথা ব্যাথা শুরু হয়েছিল এবং আমি যখন এটি পান করছিলাম তখন আমার বুকে ব্যাথা শুরু হয়। মেকাইলের পরিবার জানিয়েছে, তাকে অ্যালকোহলযুক্ত পানীয় দেয়া হয়েছিল। হাসপাতাল থেকে বলা হয়েছে, অ্যালকোহলের কারণে মেকাইল এক্সপোজারে আক্রান্ত হয়েছিলো।
ঘটনার পরে রেস্তোরাঁটির কর্তৃপক্ষ মেকাইলের পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেছে, আমরা এই পরিস্থিতিটিকে খুবই গুরুত্ব সহকারে আমলে নিচ্ছি। আমরা এই ঘটনায় যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি এবং আমাদের সব বারটেন্ডার এবং কর্মীদের আবারো প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এমন কিছু আর না ঘটে।